সিরাজগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির বন্যার্ত এাণ বিতরণ কার্যক্রমে নগদ অর্থ ও বীজ বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে, বন্যার্ত এান বিতরণ কার্যক্রম -২০১৯ অনুষ্ঠানে, নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ শহরের সিরাজী সড়কের প্রধান ডাকঘর প্রাঙ্গনে – অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে,এম,হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ পোস্ট মাস্টারর মাজেদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের, সার্বিক তত্বাবধানে ছিলেন, সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির স্টাফ মোঃ তাজ উদ্দীন ও তার অন্যান্য সহযোগীরা। ওই অনুষ্ঠানে, বন্যার্ত সিরাজগঞ্জ যমুনাপাড়ের শহরতলী, কাওয়াকোলা ও খোকসাবাড়ি ইউনিয়নের ২৯৩ জন গরীব,অসহায় নারী-পুরুষের মধ্যে পাঁচ শত করে নগদ অর্থ ও বিভিন্ন সবজি’র বীজ বিতরণ করা হয়েছে।