সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রুম টু রেড ও শার্পের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

“শিশু বিয়ে বন্ধ করি, সমতার বিশ্বগড়ি ” এ শ্লোগানকে ধারন করে -সিরাজগঞ্জে রুম টু রেড ও শার্পের আয়োজনে, ২০১৯ সালের  মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ  ২৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে  সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ।

এতে সভাপতিত্ব করেন, শার্পের পরিচালক মোঃ শওকত হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন, রুম টুরিডের প্রোগাম অফিসার  ফাহমিদা হামিদ।   বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ  রুম টু রিডের  প্রোগাম অফিসার ইমতিয়াজ হামিদ, দূর্জয় বাংলাদেশের সম্পাদক মোস্তফা নূরুল আমিন, শার্পের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একে, এম শামসুল আলম, এনায়েতপুর খামার গ্রাম  ডিগ্রী কলেজে’র   সহকারি অধ্যাপক মোঃআব্দুস ছালাম প্রমুখ। এ সময় উপস্হিত ছিলেন, রুম টু রিড এর যোগাযোগ কর্মকর্তা ঈশিতা তরফদার,  শার্প কর্মকর্তা জাহিদাা খাতুন সহ সিরাজগঞ্জ জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবকেরা ও  সাংবাদিকদের একাংশ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন