সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রাজস্ব ফাঁকি ও বিপুল পরিমাণ নকল বিড়িসহ আটক১

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে রাজস্ব ফাঁকির ও নকল পণ্য তৈরির দ্বায়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ সহ আরিফ রহমান নয়ন নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী।

সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়ি’ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত আব্দুর কাদেরের পুত্র এসএম আরিফ রহমান নয়ন (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১হাজার ২শবিড়ির কাগজ, ৪’শ ব্যান্ডরোল শীট ও ৪৪০পিস জর্দা জব্দ করা হয়েছে। ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এঅভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তাফা, উপ-পরিদর্শক মো. জাফর, মেহেদী হাসান সহ অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।