সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত।

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু করে আলোচনা সভা, মিলাদ মাহফিল, অসহায় শ্রমিকদের আর্থিক সহযোগিতা, শ্রমিক সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
আজ (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে স্ব স্ব ব্যানারে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে সমবেত হয়। তারপর প্রশাসন নির্ধারিত সময়ে সকল র‌্যালিগুলো একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্ব স্ব সংঠনের অফিসের সামনে আলোচনা সভা ও নানান অনুষ্ঠানের আয়োজন করা করে।


সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির সভাপতি মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ওই সংগঠনের কার্যকরী সভাপতি মো. আকমল হোসেন, সাধারণ সম্পাদক মো. নামদার হোসেন, যুগ্ম সম্পাদক খন্দকার দিদার আলম প্রমুখ। সমাবেশ শেষে ইউনিয়ন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও সিরাজগঞ্জ ইমারত ও সড়ক শ্রমিক ইউনিন এর পক্ষ থেকে একটি র‍্যালি বের হয়। যার নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে আগামীতে সিরাজগঞ্জ ইমারত ও সড়ক শ্রমিক ইউনিন এর যেকোন সদস্যের সকল সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। তাছাড়াও তাদের নেতৃত্বে সংগঠন এগিয়ে যাচ্ছে স্বীকার করে শ্রমিকদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়।
এছাড়াও শ্রমিক লীগ, পেশাজীবী, নির্মাণ শ্রমিক, ইমারত ও সড়ক শ্রমিক ইউনিয়ন, হোটেল কর্মচারী ইউনিয়ন, জেলা মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করে।
এদিকে দিবসটি উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ যেকন অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।