সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে মহান বিজয় দিবস- ২০১৮  উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।
সিরাজগঞ্জ শহরের  মুক্তির সোপান শহীদ মিনারে  জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন অফিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পস্তবকঅর্পন করেছে।বিজয় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে
সকালে শহীদ শামসুদ্দীনস্টেডিয়াম মাঠে  জেলা প্রশাসক   কামরুন নাহার সিদ্দীকা  কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন,  বণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ পুরস্কার বিতরণ করা হয়েছে । এসময় তাঁর সাথে ছিলেন,  সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত  মহিলা আসনের এমপি, সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস  সিরাজ গঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মাদ  রিয়াজউদ্দীন, সরকারি সকল কর্মকর্তা, ও জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সকল মুুুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, সকল স্কুল-কলেজের শিক্ষার্থীরা গন্যমান্য ব্যক্তিবর্গ,সিরাজগঞ্জ বাসির একাংশ   বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দিন ব্যাপি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
 দুুপুরে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা, আলোচনা সভা,বিকেলে মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান,পুরস্কার বিতরন, মুক্তিযোদ্ধা শীর্ষক আলোচনা সভা ও  দেশাক্তবোধক গান নিয়ে  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়েছে। এছাড়াও জেলার সব কয়েকটি উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে বলে জানা যায়।

