সিরাজগঞ্জে মৌলিকসাক্ষরতা প্রকল্প(৬৪জেলা)’র ৫ দিন ব্যাপি মাস্টার ট্রেনার কোর্সের শুভ উদ্বোধন
মাকছুদা খাতুন ,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪জেলা)’র মাস্টার
ট্রেনার(TOT)কোর্সের শুভ উদ্বোধন১৬সেপ্টেম্বর
জেলাপ্রশাসকের লাইব্রেরী মিলনায়তনে করা হয়েছে।
জেলাপ্রশাসক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে ৫ দিব্যাপী(১৬ -২০সেপ্টেম্বর)
পর্যন্ত এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি
ছিলেন,জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এতে সভাপতিত্বকরেন, জেলাউপানুষ্ঠানিকশিক্ষা
ব্যুরো (অতিরিক্তদায়িত্ব) একে,এম বজলুর রশীদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন,চৌহালী উপজেলার নির্বাহী অফিসার মোঃআনিসুর রহমান,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রায়গঞ্জ উপজেলার মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রোগাম অফিসার হারুনার রশীদ,কোরট্রেইনার
রোখশানা জাহানখান। অনুষ্ঠানে ২ জন কোর ট্রেইনার,২০জন প্রশিক্ষণার্থী উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,দক্ষতা শিক্ষার উপর জোর দিয়ে সকল নিরক্ষরকে মৌলিক শিক্ষার
পর দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। সকল প্রশিক্ষণার্থীদের পরবর্তীতে প্রশিক্ষণ মনোযোগ, সুন্দর সুস্ঠভাবে করার আহবান জানান।