সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার জায়গা দখলের চেষ্টা, থানায় অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়ীর ১২ শতক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নুর এ ইলিয়াছ (রিপন) বাদি হয়ে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার আমডাঙ্গা বুড়িদহ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শামছুল হক (মুন্টু সরদার) এর সন্তান নুর এ ইলিয়াছ (রিপন) বাবার বাড়ীতে সীমানা প্রাচীর নির্মাণ করার সময় আব্দুল হান্নান সরদার গং এরা বাধা দেয়। এসময় আমার বাবার বাড়ীর ভিতরে পিলার গাড়িয়া ও মাটি ফেলিয়া বে-দখলের চেষ্টা করে। আমি বাধা দিলে হান্নান সরদার, তার স্ত্রী রহিমা পারভীন, ছেলে ইমরান হোসেন আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করে। এসময় হত্যার হুমকি ধামকি দিতে থাকে। পরে আমি গত (৬ এপ্রিল) বিকেলে থানায় গিয়ে আমার জীবনে নিরাপত্তার ও মুক্তিযোদ্ধার সম্পতি রক্ষার জন্য আইনের সহযোগিতা চেয়েছি।
মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিনুর বেগম বলেন, আমার সন্তানেরা চাকুরীর সুবাধে দীর্ঘ দিন যাবত ঢাকায় অবস্থান করছে। এই সুযোগে আব্দুল হান্নান ও স্ত্রী রহিমা পারভীন দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি চাষাবাদ করে আসছে। বর্তমানে আমরা গ্রামের বাড়িতে আসলে দেখতে পারি আমাদের বাড়ীর ১২ শতক সম্পতি ভোগ দখল করে রেখেছে। আমার বাড়ীর সীমানা নির্মান করাতে তারা বাধা দিচ্ছেন এবং আমাকে ও আমার ছেলেকে প্রাণ নাশের হুমকি এবং খারাপ ভাষায় গালিগালাস করছে। আমি মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে প্রশাসনের উধর্বতন কর্মকর্তার নিকট আমার স্বামীর সম্পতি উদ্ধার করার জন্য সহযোগিতা চাই। এবিষয়ে সলঙ্গা থানার (ওসি তদন্ত) হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনী ব্যবস্থা করা হবে।