সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে লিফটেট বিতরণ ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ 

সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিস ও সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে -মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে    আগামী ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর-২০১৯ পর্যন্ত সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাতে ও মা ইলিশ সংরক্ষণ অভিযান  হবে । এসময়  বড় নদী,সাগরে  মা ইলিশ ডিম ছাড়ার প্রধান মৌসুম হওয়ায় মাছ ধরা, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পূন্ন নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ  । এবারের শ্লোগান- “মা ইলিশ ধরবো না” “দেশের ক্ষতি করবো না” । 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭ টায় সিরাজগঞ্জ শহরের যমুনানদী তীরে হার্ড পয়েন্টের  কাজিপুর    নৌকাঘাট এলাকায় মৎস্যজীবি, মৎস্য বিক্রেতা-ক্রেতা  ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক লিফটেট বিতরণ ও মতবিনিময় করা হয়েছে। এসময় লিফটেট ওমতবিনিময় করেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা  আনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  জামাত আলী মুন্সী,  সিরাজগঞ্জ মৎস্য জীবি সমিতি’র সভাপতি মোঃ সুরুতজ্জামান সহ মৎস্য অফিসের  কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও সচেতন মানুষেরা।