সিরাজগঞ্জে মাসব্যাপী জাতীয় ইদুঁর নিধন অভিযান’১৮।
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
“ঘরের ইদুর, মাঠের ইদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইদুঁর মারি ফসল রক্ষার জন্য” সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী জাতীয় ইদুঁর অভিযান -অক্টোবর হতে ১০ নভেম্বর-২০১৮ এ কর্মসূচী পালন করবে।মঙ্গলবার ১৬ অক্টোবর’১৮ সকালে সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে ইদুঁর অভিযানের প্রশিক্ষণ কর্মশালার আলোচনাসভা শেষে র্যালি প্রদর্শন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আরসেদ আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উপ-পরিচালক মোঃআব্দুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উপসহকারী আমির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এস, এম শহিদনূর আকবর,সদর উপজেলা খাদ্য নিয়ন্রক মোঃ আব্দুস সোবাহান, জেলা শিক্ষা অফিসেরসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কৃষককেরা উপস্হিত ছিলেন,কয়েকটি ইদুঁর নিধন করা হয় এবং ইদুঁর নিধনের জন্য এক কৃষককে পুরস্কার দেওয়া হয়।