সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মামলা তদন্ত ও মাদকউদ্ধারে শ্রেষ্ঠ এসআই মোকাররম হোসেন

আজিজুর রহমান মুুুন্ন, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলায় মামলা তদন্ত ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন, সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোকাররম হোসেন। মামলা তদন্ত ও মাদক উদ্ধারসহ বিশেষ অবদান রাখায় তিনি গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। জেলার সকল সার্কেল ও থানা ওসিসহ সকল কর্মকর্তার উপস্থিতিতে আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখার জন্য কর্মের স্বীকৃতি হিসেবে তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন ডিল সেডে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই মো: মোকাররম হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম এসআই মো: মোকাররম হোসেনকে সম্মাননা পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসূফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফোরকান শিকদার, সিরাজগঞ্জ সদর সার্কেল স্নিগ্ধ আক্তার, আব্দুর রউফ, বেলকুচি সার্কেল রেজা সরোয়ারসহ সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।