সারাদেশ

সিরাজগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় -CRCS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে – সিরাজগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিকের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে-এ

শনিবার (২৬ জুন)সকালে সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের মিলনায়তন কক্ষে -উক্ত উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফীউল্লাহ। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার এলিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক শফিকুল ইসলাম, সদর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম।