সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচী পালন ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা কমিটি’র আয়োজনে, সিরাজগঞ্জ সদর- কামারখন্দ উপজেলার কয়েকটি হাইস্কুল ও কলেজে’র  শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৯জুুুুলাই)সকাল  সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ২৯ টি কক্ষে  ৩১টি হাইস্কুল ও ২৬টি কলেজে’র মোট ১৮৮৮ জন  শিক্ষার্থীরা মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন।  এতে প্রধান অতিথি ও পরীক্ষা পরিদর্শন করেন,  সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

এসময় উপস্হিত ছিলেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল, উপাধ্যক্ষ বি,এম আব্দুল হান্নান,  শিক্ষক পরিষদের সম্পাদক  ও কুইজ প্রতিযোগিতা’র আহবায়ক সুলতান মাহমুদ,ব্যবস্হাপনা বিভাগের সহযোগি অধ্যাপক সুরাইয়া সুলতানা,প্রাণীবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা সালমা হোসেন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সায়ীদ আবুবক্কর সিদ্দীক,   সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে’র অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ জেসমিন আখতার, ইসলামিয়া সরকারি কলেজে’র গনিত বিভাগের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, দর্শন বিভাগের সাখায়াত হোসেন, ব্যবস্হাপনা বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হেলাল তালুকদার, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি  মোঃ আমিনুর রহমান,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, এ্যাডঃ বিমল কুমার দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আনোয়ার হোসেন ফারুক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক, জেলাকৃষক লীগের সভাপতি মনিরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, গত ৩১মার্চ-২০১৯ কামারখন্দ উপজেলাকে ও ১ জুলাই- ২০১৯ সিরাজগঞ্জ  সদর উপজেলাকে মাদক  মুক্তঘোষণা করেন এমপি ডাঃ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। এ উপলক্ষে ওই মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা তারই অংশ।  অপর দিকে,সিরাজগঞ্জ সরকারি কলেজে’র রোভার স্কাউট দলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে কয়েকটি ফলজ বৃক্ষ রোপন করেন, এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।