সিরাজগঞ্জে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচাররোধে আন্তর্জাতিক দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“সুস্বাস্হ্য সুুুুবিচার মাদক মুুুক্তির অঙ্গীকার ” এ শ্লোগান নিয়ে- সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবস-২০১৯ পালন করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত র্যালির নেতৃত্ব দেন বক্তব্য রাখেন, নব নিযুক্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে বক্ত রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)মোহাম্মদ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলাপ্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হা) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিচালক মোঃ নাসির উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন প্রমুখ। সঞ্চালক ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কবি নূর নবী খান জুয়েল। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্হিত ছিলেন