সিরাজগঞ্জে মটোর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সংঘর্ষ, আহত ২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ মটোর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের আবারো সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে উভয় গ্রুপের কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছুরিকাঘাত বাস চালক ফরিদসহ (২৮) ৫ জনের অবস্থ্ধাসঢ়; আশংকাজনক।
এ সংঘর্ষের পর প্রায় ৪ ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ জানায়, উক্ত মটোর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি সুলতান তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী আনছার আলী নির্বাচিত হন। শনিবার বিকেল ৪ টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করায় শনিবার সকাল ১১ টার দিকে পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী দুলাল শেখ দুলুর সমর্থকরা কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালে সমবেত হয়। একপর্যায়ে তারা জয়ী সাধারণ সম্পাদক আনছার আলীর সমর্থকদের মারপিট করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বেধেঁ যায়। দুলু সমর্থকরা বলছেন, আনছার আলীর সমর্থকরা চড়াও হওয়ায় এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটে এবং বন্ধ হয়ে যায় বাস চলাচল। পুলিশ সংঘর্ষ এলাকায় গিয়ে কমপক্ষে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও কেউ গ্রেফতার হয়নিআবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল ৪ টার পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালেও সুলতান ও আওয়াল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুলতানসহ ৫ জন আহত হয়েছে।