বিশ্ব নাট্য দিবসে সিরাজগঞ্জে মঞ্চস্হ হলো তরুণ সম্প্রদায়ের নাটক ‘অসমাপ্ত ‘।
ড. মোহাম্মদ জহুরুল ইসলাম :
সিরাজগঞ্জে মঞ্চস্হ হলো তরুণ সম্প্রদায়ের নাটক ‘অসমাপ্ত ‘। নাটকটি লিখেছেন ড. মাহফুজা হিলালী। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটিতে মুক্তিযুদ্ধের সবদিক ফুটে উঠেছে। স্হানীয় মুক্তিযুদ্ধের ঘটনার সম্মিলন ঘটেছে নাটকটিতে। শুরুতেই পাকিস্তানী বাহিনী বাঘাবাড়ী আক্রমণ করে সিরাজগঞ্জের দিকে ধাবমান হয়। এতে আক্রমণে ভীত হয়ে লোকজন গ্রামের দিকে চলে আসতে থাকলে সাধারণ লোকজনের অবর্ণনীয় কষ্ট নাটকটিতে দেখানো হয়। শহর থেকে পালিয়ে আসা লোকজনকে গ্রামের গৃহবধূরা কিভাবে নিজেদের খাবার, থাকার জায়গায় করে দেয় তা অকল্পনীয়। আমাদর মুক্তিযুদ্ধের জন ইতিহাসে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই নাটকের মাধ্যমে নাট্যকার তা ফুটিয়ে তুলেছেন।

নাটক রচিয়তা শাহজাদপুর থানার মুক্তিযুদ্ধের ঘটনার বর্ণনা দিয়ে নাটকটি সাজিয়েছন। এই ছিলো নাটকের কাহিনি বা ইতিহাস। স্থান, কাল, চরিত্র চিত্রনে নাটকটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে। নাট্যকার কিছু চরিত্র কাল্পনিক হিসেবে সাজিয়ে নিলেও স্থান, ঘটনার বর্ণনায় সত্যের অপলাপ হয়নি একটুও।
এই নাটকের বিশেষত্ব হলো রাজাকার বউ নুরজাহানের চরিত্র চিত্রণ। পুরো নাটক জুড়ে ছিল নুরজাহানের আধিপত্য। আমাদের মুক্তিযুদ্ধের সময় কিছু নারী মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এ মঞ্চ নাটকে তা ফুটে উঠেছে। ইতোপূর্বে খুব কম নাটকে বিষয়টি চিত্রিত হয়েছে বলে নাট্যবোদ্বারা মনে করেন।

এ নাটকে মুক্তিযুদ্ধপূর্ব গণ-সংগ্রাম, ৭ মার্চ এর ভাষণ, ভাষণকে ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজটি করেন কেন্দ্রীয় চরিত্র খোকা ও মিনু। দুজনেই শিক্ষিত, তাদের গ্রামে আক্রমণ হলে তার হাত-পা গুটিয়ে থাকেনি। তারা গোপনে যুদ্ধে অংশগ্রহণ করে। মিনুর মা, খোকা শত চেষ্টা করেও মিনুকে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি। তাইতো নাটকের শেষাংশে এ নারী মুক্তিযোদ্ধা রাইফেল হাতে প্রতিশোধ গ্রহণ করতে দেখা যায়। মিনুর অভিনয় ছিল প্রানবন্ত।
অন্যান্য অঞ্চলের মত সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকায়ও সানোয়ার, খালেক মওলানার মত রাজাকারদের আধিপত্য ছিলো। তারাও এ এলাকায় খুন,ধর্ষণ, লুটপাট করেছে। মুক্তিযুদ্ধের সময় যতরকমের নির্যাতন বিদ্যমান ছিল তার সবটুকুর চিত্র রয়েছে এ মঞ্চ নাটকটিতে। রাজাকার সানোয়ারের আস্ফালন, উক্তি, ‘আমি এত মারি তাও আত্মা শান্তি হয়না, মনে হয় মারতে মারতে ছাল উঠিয়ে তাতে লবণমরিচ লাগিয়ে দেই’। নাট্যকারর রচনা এখানেই সার্থকতা এনে দেয়।
নাটকের আবহ সংগীত এককথায় চমৎকার। পাগলবেশী ওসমান একজন মুক্তিযোদযোদ্ধার ছদ্মবেশ ধারণ করে প্রকৃত খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পোঁছে দিত। গানওয়ালা সেজে জীবনের ঝুঁকি নিয়ে এ কাজটি করেছিল ওসমান। ধরা পরে তাকে ও জীবন দিতে হয়। এ নাটকে ওসমান সাবলীল অভিনয় করে সবার মনজয় করেছে। আমারা এরকম অসংখ্য ওসমান মুক্তিযুদ্ধের সময় হারিয়েছি
এককথায় মঞ্চ সজ্জা ছিল ব্যাতিক্রম। অন্যান্য কলাকুশলীদের অভিনয় ছিল সাবলীল। নাটকের শেষে যে ম্যাসেজটি ছিল তাহলো আমাদের যুদ্ধ শেষ হয়নি। এখনও অসাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানেই এ নাটকের নামকরণের সার্থকতা। অনেক দিন পর তরুণ সম্প্রদায়ের এ প্রযোজনা দর্শকদের মন কেড়েছে।