সিরাজগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়
পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জের ২২ মে মঙ্গলবার শহরের ফলের দোকান, খাবার হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের ছয়টি দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। বিভিন্ন ভোগ্যপণ্যের দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এসব দোকান থেকে বিভিন্ন পরিমাণে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।