সিরাজগঞ্জে ভূমি মালিকদের ১০টি মৌজার খাজনাখারিজ চালু করার দাবিতে আলোচনা সভা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমি মালিকদের পুঠিয়াবাড়ী,রায়পুর,বিয়াড়া,ছোটপিয়ারী,বড়পিয়ারী,চরশাপড়ী,রাঁমগাতী,বনবাড়ীয়া,মোড়গ্রাম ও বেলুটিয়া এই ১০টি মৌজার ভূমি মালিকদের খাজনা খারিজ চালুর দাবীতে তারা বিক্ষোভমিছিল ও আলোচনা সভা করেছে। বুধবার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ভূমি মালিকেরা মিছিল নিয়ে আলোচনা সভায় যোগদান করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি,ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রফিউদ্দীন মাস্টার।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ভূমি মালিকদের উদ্দেশ্য বলেন,সরকারি নিয়মনীতি আইন -কানুন মেনে চলতে হবে। ইকোনোমিকজোনএলাকার ভূমি মালিকদের ন্যায্য অধিকার পেয়েছে। আপনারাও পাবেন, সিরাজগঞ্জের মানুষের যেকোন নায্য অধিকার বাস্তবায়নের জন্য আমি আপনাদের পাশে আছি থাকবো। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে । ভূমি মালিকদের নিয়ে কোন অপশক্তির ইন্দোন মেনে নেয়া হবেনা । নির্বাচনের আগে ভূমি মালিকদের জায়গার মাটিভরাট কাজ হবেনা। জমির মালিকেরা কাগজ পত্র জমা দেন। আমি এগুলো নিয়ে আলোচনা করে আপনাদের ন্যায্য মূল্যে অবশ্যই আদায় করবো।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জেলল হোসেন,মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সি এনসি সোরহাব আলী, সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর জনদরদীনেতা সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দীন পবলু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক উপাধ্যক্ষ গোলাম মোস্তফা,জেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক গাজী আব্দুস সাত্তার সিকদার,সদস্য মাঈনুল হোসেন তালুকদার ,সৈয়দ বেল্লাল হোসেন,আব্দুল মান্নান,জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আলতাফ হোসেন, কালিয়াহরিপুর ইউ’পিসদস্য আরমান আলী আকন্দ সহ শতশত ভূমি মালিকেরা প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও পরিচালনা করেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।