সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় মূমূর্ষ প্রসূতি,চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসায় কামনা খাতুন (১৯) নামে এক প্রসূতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে দুই চিকিৎসককে দায়ী করে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রসূতির বাবা মো.আবু কালাম বাদী হয়ে ডা. কমল কান্তিদাস ও ডা. আব্দুর রশিদকে দায়ী করে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে বাদী মো. আবু কালাম উল্লেখ করেন, তার গর্ভবতী মেয়ে কামনা খাতুনের প্রসব ব্যাথা গত ২৫ জুন শহরের আরাফাত হাসপাতালে নেয়া হয়ে। পরদিন ২৬ জুন ডা. কমলকান্তি অজ্ঞান করার পর ডা: আব্দুর রশিদ সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করান । এরপর থেকেই কামনা খাতুন অসুস্থ্য হয়ে পরে। তিনদিন পর বাড়ি নিয়ে এলে আরও বেশি অসুস্থ্যহয়ে পড়ে সে। পরবর্তীতে ডা: রশিদ রোগীকে মেডিসিন বিশেষজ্ঞের কাছে রেফার্ড করেন। মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: সাজ্জাদ মাসুদের কাছে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।শজিমেকে চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ্যহয়ে উঠলে বাড়ি নিয়ে আসা হয়। কিছুদিন পর আবারও অসুস্থ্য হয়ে পরে কামনা খাতুন। মূমূর্ষ অবস্থায় তাকে গত ২৩আগস্ট কমিউনিটি হাসপাতালে ভর্তি করাহয়। বর্তমানে এ হাসাপাতালেই তার চিকিৎসা চলছে।
ডা: কমল কান্তি দাস ও ডা. আব্দুর রশিদের ভুল চিকিৎসাতেই প্রসুতি কামনা অসুস্থ্য হয়েছে এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন বাদী আবু কালাম। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ও আরাফাত হাসপাতালের পরিচালক ডা: আব্দুর রশিদবলেন, অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসবেরপর ওই রোগী আমাদের সাথে কোন যোগাযোগ করেনি। বর্তমানে রোগী কি অবস্থায় রয়েছে বিষয়টি আমাদের জানানেই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ দাউদ বলেন, ভুল চিকিৎসার বিষয়ে দুই ডাক্তারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়েদেখা হচ্ছে।