সিরাজগঞ্জে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি -২০১৯ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর- সিরাজগঞ্জ (সয়দাবাদ) ৪১৪ মেগাওয়াট ৪র্থ ইউনিট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সিম্পল সাইকেল (২৮২ মেগাওয়াট) এর শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ ৪১৪ মেগাওয়াট ৪র্থ ইউনিট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সিম্পল সাইকেল (২৮২) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্নার সাথে জেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সিরাজগঞ্জের উন্নয়নের অন্যতম রূপকার অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জে ট্যানারি শিল্প শোধনাগারসহ স্থাপনের জন্য এবং হার্টপয়েন্টে অলিম্পিক ভিলেজের কাজ শুরু করার জোর দাবি জানান। এর আগে সিরাজগঞ্জের ব্রান্ডি তাঁত পণ্য নিয়ে এর সময়োপযোগী সঠিক মান ও ব্যবহার নিশ্চিত করতে পরামর্শমূলক বক্তব্য, এইচএসএমএস’র নির্বাহী পরিচালক, সফল নারী উদ্যোক্তা ও জয়িতা সেলিনা নাজনীন শেলির সাথে এবং দেশের পিছেয়ে পড়া তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাওয়া হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি হিজড়া নেতা পায়েলের সাথে তাদের জীবনমান উন্নয়ন বিষয়ে সরাসরি কথা বলেন। বিদ্যুৎ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, এ্যাডঃ আব্দুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, পাওয়ার প্লান্ট’র সিইও প্রকৌশলী খুরশিদ আলম, চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১ম ইউনিট) প্রকৌশলী কৃষ্ণপদ মালো, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (২য় ইউনিট), নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মাসুদসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।