সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মশালা

“ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” – এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি জানান, জেলায় এ বছর প্রায় সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৮৯১ জন শিশুকে নীল রঙের এবং ১ থেকে ৫ বছরের ৪ লাখ ১৬ হাজার ৮০৭ শিশুকে লাল রঙের ভিাটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানে হবে।জেলার নয়টি উপজেলায় ১৪ টি স্থায়ী, ২০৫৪ টি অস্থায়ী, ১১০ টি অতিরিক্ত ও ২৫ টি ভ্রাম্যমান কেন্দ্র সহ মোট দুই হাজার ২০৩টি কেন্দ্রে একযোগে আগামী ১৪ জুলাই সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক এবং মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো সিরাজগঞ্জ জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে-খোদা লিটন সহ জেলার সংবাদিকরা অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি
:মাকসুদা খাতুন