সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

ইউরোপিয়ান অর্থায়নে, সিরাজগঞ্জে ব্র্যাকের আয়োজনে,   প্রশিক্ষণ   পরবর্তী ফলোআপ কর্মশালা প্রোঃ পুত্তরগ্রোথ অব রুরাল এন্টার প্রাইজ্যেস্ থ্রু সাসটেনেবল স্কিল্স ডেভেলমেন্ট প্রোগ্রাম ব্র্যাক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১১সেপ্টম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি্র হলরুমে ওই অনুষ্ঠানের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম।  এতে সভাপতিত্ব করেন,  ব্র্যাকের ( PSU)  ডিভিশন্যাল ম্যানেজার অনুপম সেনগুপ্ত।

  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ পলেটেকনিক ইন্সটিউটিট   এর প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল হান্নান।  স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাকের প্রতিনিধি রইস উদ্দিন।  অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন,  সিরাজগঞ্জ জেলা ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমবায় সমিতির আহবায়ক আবু এহিয়া  খান, কামারখন্দ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমবায়  সমিতির সেক্রেটারি আঃ জলিল, বেলকুচি’র সভাপতি হাবিবুল্লাহ বাহার,  সিরাজগঞ্জ সদরের হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ,  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সিলর ইফফ্তা আরা রাখী।