সিরাজগঞ্জে ব্রার্দাস ফার্নিচারের সো- রুমের শুভ উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডে শনিবার ১২ জানুয়ারি’১৯ বিকেলে নতুন আঙ্গিকে সুপরিসরে যাত্রা শুরু করছে। ৩৫ তম সো-রুমটির উদ্বোধন করেন,কোম্পানির ব্যবস্হাপক পরিচালক ইলিয়াস সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সামসুল আলম,মুক্তা কন্সট্রাকশনের ইন্জিনিয়ার মোঃ আলিম-আল-রাজি, নোভা এন্টারপ্রাইজের বিজনেজ পাটনার জাহাঙ্গীর আলম,। এসময় উপস্হিত ছিলেন,ব্রার্দাসের সহকারি ম্যানেজার (মার্কেটিংএন্ড সেলস) এম.এম জামান রাজু ও নোভা এন্টারর প্রাইজের পরিচালক মোঃ ফিরোজ মাহমুদ ।