সিরাজগঞ্জে ব্যংক এশিয়া সিরাজগঞ্জ শাখা শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ শহরের এস এস রোডে ব্যাংক এশিয়া সিরাজগঞ্জ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার ( ১৭নভেম্বর) দুপুরে এস এস রোডে ব্যাংক এশিয়া’র শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া এর প্রেসিডেন্টন ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এবং
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক অব এশিয়া এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃসাজ্জাদ হোসেন।
ব্যংক এশিয়া সিরাজগঞ্জ শাখা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ব্যংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম. এ. বাকী খলীলী।
এছারাও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, এম.এ মতিন কটন মিলস এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মুসা,সিরাজগঞ্জ ফড়িয়াপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কার্যকরী সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খানপ্রমুখ।