সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে “বৈদিশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনতা “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সন্মান দুটো’ই পাই -এ শ্লোগানকে ধারণ করে -সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে- “বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনতা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রোবরার  (১৬ জুন) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে  ওই আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।  এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক  কর্মসংস্হান মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব নাসরীন জাহান। অন্যান্যদের মধ্যে  অতিরিক্ত জেলাপ্রশাসক (মানব সম্পদ ও ব্যবস্হাপনা) চৌধুরী গোলাম রাব্বী, জেলার সকল জেলা ম্যাজিস্ট্রেট, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি  কর্মকর্তাদের একাংশ, সিরাজগঞ্জ  ব্র্যাকের আরএস সি ম্যানেজার আব্দুল মাজেদ, ও সাংবাদিকদের একাংশ উপস্হিত ছিলেন।  সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্য বিভিন্ন সুপারিশ  গ্রহণ করা হয়।