সিরাজগঞ্জে বীজ ও সার বিতরন
সিরাজগঞ্জ ঃ আজিজুর ররহমান মুন্না
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে ও বাস্তবায়নে সদর উপজেলার রবি, খরিপ -১/২০১৮-১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্য সরিষা,ভূট্রা,গম, চিনাবাদাম ও গ্রীষ্মকালীন মুগ, তিল বীজ ও সার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার ( ০৬ নভেম্বর’১৮) সকাল ১১ টায় সদর উপজেলার কৃষি প্রশিক্ষন কেন্দ্রে করা হয়েছে। এ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথিহিসাবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনে এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, তথ্য ওগবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক। এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।
অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোস্তম আলী। সদর উপজেলার মোট ২৭৫০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদদের মাঝে উক্ত বীজ ও সার প্রদান করা হবে। মঙ্গলবারে ৭০০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।