সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্কের জেড়ে মা হলেন কিশোরী,প্রেমিক পলাতক

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে
প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ১০ম শ্রেণির শিক্ষার্থীর সাথে শারীরিক সম্পর্কের জেড়ে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছে কিশোরী। এ ঘটনায় শিক্ষার্থীর প্রেমিক ফেরদৌস পলাতক রয়েছে।

রবিবার (২০ মার্চ) রাতে দিকে সিরাজগঞ্জ শহরের নিউ কমিনিউটি হাসপাতালে সিজারের মাধ্যমে এই কন্যা সন্তানটি জন্ম গ্রহন করে।

স্থানীয়দের বক্তব্য, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর-বনবাড়িয়া গ্রামে তুজাম শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮) এর সাথে একই গ্রামের ১০ম শ্রেনীর ছাত্রীর গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। পরিবারের লোকজন বিষয়টি গুরুত্ব দেয়নি। বিয়ের প্রলোভনে ১০ শ্রেণির শিক্ষার্থীর সাথে শারীরিক সম্পর্ক জড়ায় প্রেমিক ফেরদৌস।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মেয়েটি হঠাৎ
অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে মেয়েটি অন্তঃসত্তা ধরা পড়ে। এসময় চিকিৎসক মেয়েটিকে দ্রুত সিজারের পরামর্শ দেন।

শিশুটির নানার দাবী, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্রী। আমার মেয়ের সাথে যে ফেরদৌসের প্রেমের সম্পর্ক ছিল আমরা তা জানতাম না। মেয়েটি অন্তঃসত্তা হয়েছে বুঝতে পারি নাই। আমরা মনে করেছিল পেটে অন্য কোন সমস্যা। তাই অসুস্থ্ হওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সব পরিক্ষা-নিরিক্ষার করার পর জানতে পারি মেয়ে অন্তসত্তা। এবং তাকে দ্রুত সিজার করাতে হবে।

ডাক্তার আব্দুল আজিজ বলেন, রাতে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। মেয়েটির প্রসব বেদনায় ছটফট করছে। পরে রাত ১১টার দিকে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু মেয়ের পরিবারের লোকজন মুখ খোলেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।