সিরাজগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এতে সহযোগিতা করেন,এসোসিয়েশন ফর ল্যান্ড রিফম এন্ড ডেভেলপমেন্ট ( এলআর ডি) ঢাকা’ এবং বাস্তবায়নে ছিলেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এম এম ইউ এস) এনজিও।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে এ উপলক্ষ্যে সিরাজগঞ্জ শহরের রাসেলপার্ক সংলগ্ন যমুনানদীঘাট পাড়ে- নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করণীয় প্রসঙ্গে – এক আলোচনাসভা করা হয়েছে।
মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী জাহেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
এ সময় বক্তারা বলেন, দখল আর দূষণে বাংলাদেশের নদ-নদী শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিকে পরিণত হচ্ছে শুষ্ক ভূমিখণ্ডে, অন্যদিকে এসব মৃতপ্রায় নদ-নদীর পানি উপচে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার।
এর ফলে গণমানুষের জীবনে ধেয়ে আসছে নানা ধরনের সংকট। গত কয়েক বছরের ব্যবধানে আড়াই কোটি মানুষ নদীর স্ফীত জলরাশির কারণে বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, এখনই ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ক্রমেই মরূয়ায়নের দিকে চলে যাবে। নদীমাতৃক দেশ হিসাবে বাংলাদেশের সেই সংস্কৃতি আর টিকে থাকতে পারবে না। এ জন্য নদীকে শাসন নয়, বরং খনন করে এর দখলদারদের উচ্ছেদ করা জরুরি বলেও উল্লেখ করেন তারা।
উক্ত বিশ্ব নদী দিবস উদযাপন অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, মোছাঃ শিরিন ফেরদৌসী সুমী, কামারখন্দ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সেলিনা পারভীন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল বাতেন ভূঁইয়া, মডার্ন ডেভেলপমেন্ট প্রোগাম (এমডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আসলাম সেখ, ইডি অংকুর এর নির্বাহী পরিচালক নিয়াজী সুলতানা, ইডি এইচ,এস,এম এস শেলিনা নাজনীন শেলী, ডেসওয়া ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মান্নান,
মেরী গোল্ড মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাকসুদা খাতুন প্রমুখ।