সিরাজগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণ ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রফেসর এমএ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস আই হসপিটালের উদ্যোগে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ২ এপ্রিল-২০১৯) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন হল রুমে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, সাইটসেভার্স প্রতিনিধি তপন কুমার প্রমুখ। আলোচনা শেষে সাইটসেভার্সের সহযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশাত্ববোধক গানে অংশগ্রহণকারী অটিস্টিক শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।