সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্বনৃত্য দিবস উপলক্ষে আলোচনা, নৃত্য ও সংগীত পরিবেশন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

“শিল্প- সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ”- এ শ্লোগানকে ধারন করে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে, শহরের এম, মনসুর আলী অডিটোরিয়ামে সোমবার (২৯ এপ্রিল-২০১৯) বিকেল ৫টায় বিশ্ব নৃত্য দিবস পালন করা হয়।
এতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ফিরোজ মাহমুদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহবায়ক
বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক দিলীপ গৌর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূর্য বারী, নূরে আলম হীরা, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।

পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী শিশু,কিশোর-কিশোরী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, নূরনবী খান জুয়েল।