সিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক ২
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২০ পিচ ইয়াবা
ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২
সদস্যরা। শনিবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন
র্যাব-১২, সিপিএসসি-সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান।
আটকেরা হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের ইনছাফ আলীর মোঃ হাসমত আলী (৩০) ও হাটিপাড়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫)। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকার এ্যারোষ্টক্র্যাট হোটেলের পিছনে ধানের চাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২০ পিচ ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ১৫০০/- টাকাসহ হাসমত ও রফিকুলকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।