সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মীর জামিন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক ফাহমিদা কাদের তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৩ নভেম্বর এই মামলায় হাইকোর্ট তাদের জামিন দেয়। আজ নিন্ম আদালতে তারা আত্নসমর্পন করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নাজমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। জামিনপ্রাপ্তরা হলেন, বিএনপি নেতা ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র গোলাম রহিম খান, জেলা যুবদলের সিনিয়র সহ -সভাপতি আল আমিন খান ও সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কর্ণেল, সদর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক তৌহিদুল আলম, বিএনপি কর্মী মোতালেব, শাহদাত, আব্দুল মমিন ও জীবন হোসেন। উল্লেখ্য গত ৩০ অক্টোবর রাতে শহরের ভাসানী রোডে সদর থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনের বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা দায়ের করেন। আজ এই মামলায় আদালত থেকে জামিন নেন বিএনপির ৯ নেতাকর্মী।