সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপি’র যুবদল- ছাত্রদল ও শ্রমিকদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জের পৌরএলাকার বিভিন্ন স্হান সোমবার (২৪ ডিসেম্বর’১৮) দিনভর অভিযান চালিয়ে পুুুলিশ বিএনপি’র যুুুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, সদস্য শাহজামাল ভুট্টু ও ইউনিয়ন ছাত্রদলের কর্মী দবির উদ্দিন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপির প্রার্থী বেগম রুমানা মাহমুদসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল, গ্যাস, রাবার ও সিসা বুলেট ছোঁড়ে। পুলিশের ছোঁড়া রাবার বুলেটের স্লিন্টারের আঘাতে বিএনপির প্রার্থী বেগম রুমানা মাহমুদ, মেরী নামের এক মহিলাদলের নেত্রীর দু’চোখে গুলি লাগা সহ ৭জন গুরুতর ভাবে আহত হন। এসময় প্রতিপক্ষের ঢিলের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হন।

পুলিশের একটি পিকআপও ভাঙচুর করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭৩ জনকে আসামি করে মামলা করেন।