সিরাজগঞ্জে বিএনপি’র ক্ষতিগ্রস্হ নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন।
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
বিগত বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে সিরাজগঞ্জের বিএনপি’র ক্ষতিগ্রস্হ নেতাকর্মী বা তাদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্হ সিরাজগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়ে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি’র নেতারা ঈদ সামগ্রী দেন ওই সব নেতা-কর্মীকে বা তার পরিবারকে । এসময় অনেক পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, বিগত আন্দোলন করতে গিয়ে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, পঙ্গুত্ব নিয়ে চলছি, অনেকে গুমের শিকার, সরকারের লেলিয়ে দেওয়া কতিপয় পুুুলিশ-র্যাব অফিসাররা যে ভাবে বিএনপিকে গ্রেফতার,নির্যাতন, গুলি,গুম, সাজানো নাটক করে মামলা দায়ের করে তা আজ ও ভূূূলিতে পারছিনা বলে জানান।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি ‘র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস, আসলাম পারভেজ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সী জাহেদ আলম, রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক রতন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি’র নেতাকর্মীদের হতাশ হলে চলবে না। আজকে বিএনপি’র দুঃসময় পার করছে। এঅবস্থা একদিন থাকবে না। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে। তারেক রহমান লন্ডনে। আরাফাত রহমান কোকো শহীদ হয়েছেন। দেশে সবচেয়ে কঠিন সময় পার করছেন জিয়ার পরিবার। তার পর তারেক রহমান দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেন। তাদের নিয়ে ভাবেন। বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।