সিরাজগঞ্জে বিআরটিএ আয়োজনে’পেশাজীবি চালকদের দক্ষতাবৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) সিরাজগঞ্জ জেলা সার্কেলের আয়োজনে- পেশাজীবি মটরযান চালকদের দক্ষতাও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী এক ২০২১-২০২২ইং সনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯১৫ফেব্রুয়ারী) দিনব্যাপী সিরাজগঞ্জ অফিসার্স হলরুমে- উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ বিআরটিএ অফিসে উপ-পরিচালক ইন্ঞ্জিনিয়ার আতিকুর রহমান। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর (পুলিশ প্রশাসন)টিআইও সালেকুজ্জামান,।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সেট্রাকটর ইন্ঞ্জিনিয়ার আই,জি মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা মটরযান পরিদর্শক ইন্ঞ্জিনিয়ার আমির হোসেন। এবারের মূলপ্রতিপাদ্য ছিলো- “সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ী”।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বাস মিনিবাস,ট্রাক কাভার্ড ভ্যানলরীরন বায়ানকৃত লাইন্সেস প্রাপ্ত শতাধিক পেশাদার যানচালকগন অংশগ্রহণ করে বলেজানা যায়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালকদের উদ্দেশ্যে জেলা বিআরটিএ উপ-পরিচালক ইঞ্জিঃ আতিকুর রহমান বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্হ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং যা্ত্রীসাধারনকেও এবিষয়ে সতর্কতা আচারনবিধি মেনে সড়ক সাইনের সকল প্রকার সতর্কিকরন নিয়োমকানুন ওতথ্যমূলক চিহ্ন, বাধ্যতামূলক হ্যাঁ বাচক ও নাবাচক চিহ্ন মেনে চলে সাবধানে গাড়ি চালাতে উপস্থিত সবাই আহ্বান জানান। ট্রাফিক সার্জেন্ট সালেকুজ্জামান বক্তব্যে বলেন সড়কে নিয়ম বিধিমালা মেনে চললে সকলেই নিরাপদ চলতে পারে। শীতের ঘনকুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বেশি হয়।
এজন্য সর্তক থেকে চালকদের গাড়ি চালানোর জন্য বদলী চালক হেলপার রাখতে হবে। আমন্ত্রিত অতিথি আইজি মাহমুদ বক্তব্য বলেন পেশাদারচালকদেরকে অবশ্যই নিজের ও অন্যান্যের নিরাপত্তা জনিত সকল প্রকার সতর্কিকরন নিয়োমকানুন জেনে গাড়ি চালানোর জন্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগে রাখা প্রতিতাগিত দেন।
দিনব্যাপী চালকদের প্রশিক্ষন কর্মশালা প্রায় শতাধিক পেশিজীবি চালকগন অংশগ্রহণ করেন। এসময় জেলা বিআরটিএ সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন