সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস চাপায় কারিগরি কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাস চাপায় জিসান (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৮) নামে আরও এক ছাত্র আহত হয়েছে।

বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত শিক্ষার্থী জিসান পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত হোসেন একই এলাকার মামুন হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়,আজ সকালে কলেজ ছাত্র জিসান ও সিফাত দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছোনগাঁছা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছলে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায় এবং আহত হয় তার বন্ধু সিফাত। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জিসানের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।