সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শশুড় শফিকুল ইসলাম (৪৩) আহত হয়েছেন।
মাছুমপুর নিবাসী আব্দুল্লাহ আল মামুন (২৮) (২০০২) শিক্ষাবর্ষের এস এস সি মানবিক বিভাগের রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন) রাত ১০টার সময় মৌসুমী হলের সামনে বাসের সংগে ধাক্কা খায় এবং তাকে সেখান থেকে আভিসিনা হসপিটাল নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত্রি ১০:৩০এর সময় মৃত্যুবরন করেন।
নিহত মামুন শহরের মাছুমপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে। তিনি গ্রামীণফোন ডিস্ট্রিবিউট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাররম হোসেন জানান, মামুন ও তার শশুড় শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। এসময় এসআই পরিবহনের একটি বাস সাইটবক্সের ডালা খোলা অবস্থায় কাউন্টার থেকে এম এ মতিন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সাইটবক্সের খোলা ডালার সাথে ধাক্কা খেয়ে মামুন ও শফিকুল আহত হন।