সিরাজগঞ্জে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বন্ধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, বাল্যবিবাহ,নারীনির্যাতন ও যৌতুক বন্ধে সচেতনামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল হতে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে র্যালীর উদ্বোধক ও সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখা’র সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ।
মুখ্য আলোচক ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি, এম সোহেল।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখা’র কমিশনার ড. জান্নাত আরা হেনরী তালুকদার ও সম্পাদক- সরকার ছানোয়ার হোসেন ( এলটি) , সিরাজগঞ্জ জেলা মুক্ত স্কাউট দলের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট এর কমিশনার ও ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো অংশ গ্রহন করেন, কাব,স্কাউট ও রোভারের নেতৃবৃন্দ ও সদস্যবৃৃৃন্দরা।