সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি ও ঔষধবিতরণ করল হ্যাপি জেনারেল হাসপাতাল

আবির হোসাইন শাহিন :

ঢাকা’র সাভারের  হ্যাপী জেনারেল হসপিটাল উদ্যেগে  ফরিদা রিয়াজ ফাউন্ডেশনের সৌজন্যে সিরাজগঞ্জের যমুুুনাপাড়ের বন্যার্ত গরীব, দুুঃস্হ ও অসহায় ৫’শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও জীবন রক্ষাকারী ঔষধ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং  সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে, খোকসাবাড়ী ইউনিয়নের দিয়ারপাচিলে, ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী গ্রামের বানভাসী ওই সব পরিবারের মাঝে  চাউল, আটা, ডাউল, তেল, চিড়া, চিনি, বিস্কুট, সাবান, ওরস্যালাইনসহ জীবনরক্ষাকারী ঔষধ বিতরন করার পাশাপাশি বানভাসী অসুস্হ মানুষদের  ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।   সকাল ৯ টার দিকে,   ১০ নং সয়াদাবাদের মুলিবাড়ীতে ত্রাণ বিতরনের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,  পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরপ্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূূর দীপু, হ্যাপি জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান ডাঃ রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি , ডাঃ মোঃ জাহিদ হাসান, হ্যাপী জেনারেল হসপিটালের ম্যানেজার লেবুবুর রহমান লেবু ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ট্রাক  ও ট্যাংকলরী মালিক গ্রুপের সহ-সম্পাদক   রাশিদুল হাসান রাশেদ প্রমুখ। যমুনার নদীর পাড়ের অবস্হিত খোকসাবাড়ী ইউনিয়নের দিয়ার পাচিল গ্রামে ত্রাণ বিতরণ কালে  উপস্থিত ছিলেন, খোকসাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা, খোকসাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক লিকছন আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ছোনগাছা ইউনিয়নে  পাঁচঠাকুরী গ্রামে বানবাসীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।