সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কে ট্রাকে আগুন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভোরবেলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ওসি আরও জানান, আগুনে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আনা হয়েছে।ওসি আরও জানান, আগুনে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আনা হয়েছে।