সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যেরা।

রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদরা মারাধার গ্রামের নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৫) ও ঠাকুরগাঁও থানার চামেম্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান (২৭)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।