সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহেদ আলী শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহেদ আলী শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীকে গ্রেফতারের করে শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষীকা ও কর্মচারীরা।
প্রায় ৩০ মিনিট স্হায়ী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবু হাসিম তালুকদার, আব্দুল মালেক,মোঃ শরিফুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম,আব্দুল আওয়াল ও ফিরোজ আলম।

বেসরকারি কলেজ শিক্ষক সমিতির প্রতিনিধি আফজাল আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়াহেজ্জুমান মিনু মানববন্ধনে অংশ নিয়ে দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।