সিরাজগঞ্জে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
হলি আর্টিজন হামলায় নিহতদের স্মরণে সংগঠন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে শহীদবুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে শহীদমিনারে শত শত মোমবাতিপ্রজ্জ্বলন করেন।
হলি আর্টিজন নিহতদের স্মরনে এবং সকল শহীদ বুদ্ধিজীবিদের আত্নার শান্তি কামনা করা হয়েছে। সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা,সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল রানা,সদস্য রিপন সিংহ,গোপাল দাস,প্রনমী সাহা,জয়া সাহা, আলামিন প্রমুখ উপস্হিত ছিলেন।