সিরাজগঞ্জে ফারাজ আইয়াজ এর ২৩তম জন্মবার্ষিকী পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জ জেলা শহরের সিরাজী সড়কে মোহাম্মাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালে ১৫ এপ্রিল ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের আয়োজনে ফারাজ আইয়াজ এর ২৩ তম জন্মবার্ষিক পালন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা, কেক কাটা, শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা। আলোচনায় অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল রানা, উপদেষ্টমন্ডলীল সদস্য ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সাংবাদিক সাজেদুল আলম, বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম রোকেয়া প্রমুখ। উল্লেখ্য ২০১৬ সালে হলি আটিজন জঙ্গি হামলায় বিদেশীদের বন্ধুদের জীবন রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেন ফারাজ আইয়াজ।