বেলকুচি

সিরাজগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রী হত্যাকান্ডে বখাটের মৃত্যুদন্ড রায় দিয়েছে আদালত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বেলকুচি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী পূজা সরকারকে হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামের এক বখাটের মৃত্যুদন্ড রায় দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১০ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ড প্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা সরকারের ছেলে। মামলা সূত্রে জানা যায় যে, বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন। স্কুলে যাওয়ার সময় পথে শ্রী সঞ্জয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় চন্দ্র সরকার ক্ষিপ্ত হয়ে ২০২১ সালের ৩ মে পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি নিয়ে পূজার বাড়ীতে প্রবেশ করে এবং পূজা সরকারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ছুরি হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয় চন্দ্র সরকার। তখনই তাড়াতাড়ি করে পূজা সরকারকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সঞ্জয় চন্দ্র সরকারকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালতে আসামি সঞ্জয় চন্দ্র সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত উপরোক্ত রায় প্রদান করে।