সিরাজগঞ্জে প্রস্তাবিত হৃদরোগ হাসপাতালের ডিপিপি প্রদান
আবির হোসাইন শাহিন:
আজ সকালে হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর প্রস্তাবিত হাসপাতালের ডিপিপি সিরাজগঞ্জ -২ এর মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মহোদয়ের নিকট সমাজসেবা অধিদপ্তরে উপস্থাপন করার জন্য আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। এসময় হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ওসমান গনী শামীম, ডাঃ হীরা, অধ্যাপক মনোয়ার মনোয়ার হোসেন, এ্যাড রজব, এ্যাড রীমা এবং রাজা হক উপস্থিত ছিল। উল্লেখ্য, হার্ট ফাউন্ডেশন এর হাসপাতালের জন্য ইতিমধ্যে ৮০ শতাংশ জমি ৯৯ বছরের জন্য সরকারের পক্ষে বরাদ্দ দেয়া হয়েছে এবং সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ -২ এর মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মহোদয়ের একান্ত ইচ্ছায়ও উদ্যোগে সিরাজগঞ্জ হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মানের প্রচেষ্টা চলছে। আজকে প্রদত্ত ডিপিপি গৃহীত হলে অনতিবিলম্বে হাসপাতালে নির্মানের উদ্যোগ নেয়া হবে। আশা করা যায়, প্রস্তাবিত হাসপাতালটি উত্তর বঙ্গের অন্যতম হার্টের চিকিৎসা কেন্দ্র হিসাবে বিবেচিত হবে।