সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রথম দিনের কঠোর লকডাউন, অজুহাতই যখন বড় বাধা!

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:


সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও চলছে ৭দিনের কঠোর লকডাউনের প্রথম দিনের লকডাউন। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনী থাকলেও কাচা বাজার, মাছ বাজার সহ শহরের বিভিন্ন স্থানে নেই স্বাস্থ্যবিধির বালাই। প্রথম দিনেই যেন বাজার করার হিড়িক পড়েছে দোকানগুলোতে। এদিকে ম্যাজিস্ট্রেট চলাচলকারী পথচারী ও রিকশা গুলো দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলেও নানান অজুহাত দিচ্ছেন জনগণ। বিভিন্ন স্থানে অনেক মানুষকে মাস্ক ছাড়াও দেখা যাচ্ছে। তবে প্রথম দিনে মানুষের মাঝে সচেতনতা খুব একটা দেখা যাচ্ছেনা।

শহরে ব্যাপক পরিমান রিকশা চলাচল করছে। পাস ব্যাবস্থা না থাকলেও মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। এর বেশিরভাগ মানুষই দিচ্ছেন বাজার, হাসপাতাল বা অন্য কোনও কাজের অজুহাত। হাসপাতাল, বাজার, ওষুধ সহ মানবিক নানান অজুহাতের এই জায়গায় যেন অনেকটাই অসহায় কতৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী ঢাকা পোস্টকে বলেন, বাজারের ব্যাগ নিয়ে বের হয়েছিলাম। বাইরের অবস্থাও দেখলাম পাশাপাশি বাজারে গিয়ে কিছু সবজিও কিনলাম। তিনি স্বীকার করে নেন যে মূলত কৌতুহল থেকেই বের হওয়া, বাজার করাটা একটা অজুহাত।

শহরের এস.এস রোডে প্রতিবেদকের সামনেই এক ব্যাক্তিকে দাড় করিয়ে বাইরে ঘোরাঘুরির কারন জানতে চান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দেখা যায় তিনি অন্য একজনের হাত থেকে ডিমের একটি ব্যাগ নিয়ে বলেন বাজার করতে এসেছিলাম। ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক করে ছেড়ে দেন।

মনির হোসেন নামে একজন রিকসাওয়ালা ঢাকা পোস্টকে বলেন, একদিকে সামনে ঈদ ও অন্যদিকে রিকশা না চালালে পরিবারের খাবার জুটবেনা। তাই জীবন বাচানোর তাগিদে বাধ্য হয়েই বের হয়েছি।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ঢাকা পোস্টকে জানান, শহরে ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছেন। এছাড়াও ৯টি উপজেলার ইউএনও ও এসিল্যান্ড গণ মাঠে কাজ করছেন। এর বাইরে সেনাবাহিনীর ১২জন করে ৩টি টিমে ৩৬জন সেনা সদস্য মাঠে আছেন। এর মধ্যে শহরে একটি টিম ও বাকি দুইটি টিম উল্লাপাড়া ও তাড়াশ রায়গঞ্জের দিকে আছেন।

এছাড়াও মানুষের সচেতনতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মানুষের অজুহাতের বিষয়ে আরও বলেন, সাধারণ জনগণের জন্যই এই লকডাউন কিন্তু তারা যদি অজুহাত দিয়ে বের হোন তাহলে দুঃখ জনক। তবে প্রশাসন আরও বেশি কঠোর হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চাইছি মানুষ সচেতন হয়ে ঘরে থাকুক। তারপরেও মাঠে কাজ করা ম্যাজিস্ট্রেটগণ এবিষয়ে কাজ করবেন।