সিরাজগঞ্জে প্রত্যাশা প্রকল্পের ও আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের উপজেলা মাইগ্রেশন ফোরামের মিটিং ও আর্ন্তজাতিক অভিবাসী দিবস আগামী ১৮ডিসেম্বর-২০১৮উদযাপন উপলক্ষে প্রস্তুুতি বৃহস্পতিবার দুপুর শহরের এম,এ,মতিন সড়কের সংগঠনের কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ তমিজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্র্যাকের আর এসসি ম্যানেজার আব্দুল মাজেদ। আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক
পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক
মমতাজ বেগম, তথ্য ও প্রচারসম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য সাংবাদিক আজিজুর রহমান মুন্না,রফিউল আলম বাবুল তালুকদার, শাহাদত হোসেন, জাহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, ছানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগামের ফিল্ড অর্গানাইজার শরিফুল ইসলাম। সভায় বক্তাগন বলেন,নিরাপদ অভিবাসনেরকয়েকটি ধাপ নিয়ে সচেতনামূলক
বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা ও আর্ন্তজাতিক অভিবাসন দিবস পালনের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।