সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের অন্যতম আবৃত্তির সংগঠন “প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’ সিরাজগঞ্জের নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শরৎকালের শুভ্র সন্ধ্যা রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের সভাপতি তাহমিনা হোসেন কলি’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের প্রধান পরিচালক মোঃ আসাদ উদ্দীন পবলু এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং প্রেসক্লাব সিরাজগঞ্জের সভাপতি মোঃ হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক অনুরাগী ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা সাইদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা ডাঃ কে, এইচ মুরাদ।

এসময় আরো বক্তব্যে রাখেন, সংগীত শিল্পী সূর্যবারী, ইমরান মুরাদ, ইব্রাহীম হোসেন, সাংবাদিক স্বপন চন্দ্র,আবৃত্তিকার ও স্কুল শিক্ষক নাসিমা আহমেদ সহ অনেকে। অনুষ্ঠানে একে আজাদ এর সঞ্চালনায় প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের কর্মকর্তা, সদস্য-সদস্যারা এবং ছোট্টমনিরা মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়েছে।