সিরাজগঞ্জে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ
মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের নিকট থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে ।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ০২জন সভাপতি এবং ০৩জন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্তমান সভাপতি হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন পবলু।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়জ করোনি লকেট।
এবিষয়ে নির্বাচন কমিশনের সদস্য আব্দুল বারী সেখ জানান, সোমবার সকালে সভাপতি পদে দুইজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৬ই ফেব্রুয়ারী সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।