সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পূলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মাকছুদা খাতুন

সিরাজগঞ্জে পূলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ জজ কোর্টের হল রুমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সিরাজগঞ্জের আয়োজনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক এর সভাপতিত্বে, আলোচনা সভায় জেলা ও দায়রা জজ ফাহিমা কাদের, নারী ও শিশু নির্যাতন দমন আদালত সিরাজগঞ্জ -২ বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন,সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন,পুলিশ সুপার টুটুল চক্রবর্তি,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম,মো শরিফুল ইসলাম, মল্লিকা বসাক,এপিপি এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না,এ্যাডভোকেট কায়সার আহম্মেদ পান্না,এ্যাডভোকেট ফজল এ খোদা টুটুল,বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদ আলম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ,ওসি ওহেদুজ্জামান,রফিকুল ইসলাম, কৌশিক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।